আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুন নাহার (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান বাগোয়ানের মোতালেব টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহত নারীর ছেলে মোহাম্মদ হাসানসহ (৩২) অটোরিক্সা চালক।
নিহত শামসুন নাহার হটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী। নিহত শামসুন নাহার সিএনজি অটোরিকশা যোগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজী পাড়ায় যাচ্ছিলেন মেয়ের শ্বাশুর বাড়ীতে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, দ্রুত গতির ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত বলে ঘোষণা করেন।
রাউজান থানার উপ পরিদর্শক নাহিদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দুঘর্টনা কবলিত ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড