এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ মামলায় মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে পৌর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন, ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান চালানো ও কারেন্ট জাল বিক্রির অপরাধে ৭ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিন আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহ কারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, বকশীগঞ্জ থানার এএসআই সুমনসহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা দৈনিক অধিকারকে জানান, উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড