রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহশীন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাহশীন ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাউব্বির হোসেন জানান, শিশু তাহশীন বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে নিখোঁজ হয়।
আরও পড়ুন: পুত্রবধূকে শ্বশুরের ধর্ষণ চেষ্টা
পরে স্বজনরা তাকে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে বাড়ির পাশে শিশু তাহশীনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শিশু তাহশীনকে মৃত ঘোষণা করেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড