নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ রুবেল (২২) নামের একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পূর্ব ঢাকা রোড এলাকাই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ডান হাতে কালো পলিথিনের ব্যাগে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত রুবেল উপজেলার বড় আখিড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক রকিব হাসানের নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা অভিযানটি পরিচালনা করেন।
আরও পড়ুন: 'আ'লীগ নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে'
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পূর্ব ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড