হারুন আনসারী, স্টাফ রিপোর্টার, ফরিদপুর
ফরিদপুরের বাইপাস সড়কের পাশে আলালপুরে একটি বাগানে ফেলে রাখা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। একটি কালো ব্যাগের মধ্যে ওই বাগানে লাশটি ফেলে রাখা হয়।
ফরিদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলালপুর গ্রামের মো. রানা মন্ডল নামে এক যুবক জানান, এদিন সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় একজন ভ্যানচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই বাগানে যায়। এ সময় তিনি বাগানের মধ্যে সেই ব্যাগটি দেখতে পেয়ে আশেপাশে থাকা লোকজনকে জানান। এরপর ওই ব্যাগ হতে নবজাতকের একটি পা বের করা ছিলো। পরে বেলা ১১টার দিকে উপস্থিত জনতা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়।
কোতোয়ালি থানার এসআই মিজান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ব্যাগটি খুলে সেখানে নবজাতকের ওই লাশ দেখতে পাওয়া যায়। এরপর সেটি উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নবজাতকের নাভীর নাড়ীও কাটা হয়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি ঘটনার রহস্য উদ্ধার করতে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড