কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটার পল্লীতে চাঞ্চল্যকর জামাই কর্তৃক শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের এরই মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্র মতে, গত বুধবার (২২ জুন) রাত অনুমান ১টার দিকে দেবহাটা থানাধীন মাটিকুমড়া গ্রামস্থ আজগর আলীকে তার বসত ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় সালাউদ্দিন সানা (২৮), আলাউদ্দিন সানা (৩৫) অজ্ঞাত ২/৩ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর নিহতের ছেলে মিজানুর রহমান (২৮) বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেম। যার প্রেক্ষিতে পুলিশ আসামিদের গ্রেফতার করে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, মামলাটি স্পর্শকাতর হিসেবে গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড