আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ডা. ইয়াকুবের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুন) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘর থেকে চারশ থেকে পাঁচশ ফুট দূরে একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে এক নারী। পরে স্থানীয়রা রেইনকোট পড়া অবস্থায় হাতে মৃত মাছভর্তি থলেসহ তার মরদেহ উদ্ধার করে।
তাদের ধারণা, মাছ ধরে ফেরার পথে সাঁকো পাড় হতে গিয়ে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙ্গে নিখোঁজ হন তিনি।
নিহতের ছেলে হেলাল উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা আমাদের বাড়ি থেকে দূরে একটি পুকুরে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখতে পেয়েছেন জানালে আমরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসি।
তিনি আরও বলেন, মরদেহ ফুলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড