আলমগীর মন্ডল, মিরপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়া মিরপুরে নাতনীকে ডাক্তার দেখাতে এসে ট্রলি চাপায় মাহিরন খাতুন (৫২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাহিরন খাতুন পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের স্ত্রী।
মিরপুর থানার এএসআই আনারুল ইসলাম বলেন, সকালে বৃদ্ধা মাহিরন খাতুন তার ছয়মাস বয়সী নাতনী শাকিলাকে ডাক্তার দেখাতে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। হাসপাতালে সামনে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রলি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার নাতনীর কোন ক্ষতি হয়নি।
আরও পড়ুন: বাঁশের টুকরির তলায় লুকিয়ে ইয়াবা পাচার
তিনি আরও বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের রাখা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড