এম মোবারক হোসাইন, পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইজিবাইকের ধাক্কায় জাহেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে উপজেলার তিরনইহাট বাজার সংলগ্ন বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহারা বেগম উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মৃত এজাজউদ্দীন স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (বুধবার) দুপুরে তিরনইহাট বাজার সংলগ্ন শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন জাহারা বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক নারীর পেটে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন তিনি।
এদিকে, খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু বাংলাদেশের উদয়মান সৌন্দর্য
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ইজিবাইকের ধাক্কায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড