এম মোবারক হোসাইন, পঞ্চগড়
সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি ডুবছে বেশ কয়েকটি জেলা৷ বন্যায় প্লাবিত এসব জেলায় মানুষদের জায়গা হয়েছে কোনো স্কুলে কিংবা কোনো আশ্রয় কেন্দ্রে।
বন্যায় আপন ঘর বাড়ি ছেড়ে আসা মানুষগুলো ভুগছেন খাদ্য সংকটসহ নানা দূর্ভোগে৷ এবার সেসব বানভাসি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা৷
মঙ্গলবার (২১ জুন) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী অর্থ সংগ্রহ শুরু করেন৷
আয়োজনটিতে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের খন্দকার সামসুদ্দোহা নাহিদ, সামজ্জোহা নিয়াজিদ, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক প্রমুখ৷
এ সময় বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানরা নিজেদের কাছ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রচার মাইকিংয়ের মাধ্যমে তেঁতুলিয়া উপজেলার আপামর মানুষের কাছে বন্যার্তদের জন্য অর্থ সহযোগিতা চাইছেন।
উল্লেখ্য, হাটবাজারে দোকানে দোকানে, সুশীল নাগরিক সমাজ, ব্যবসায়ীদের আহবান করছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। এরপর সেই অর্থ সংগ্রহ হয়ে গেলে তা বন্যা দূর্গত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড