কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মার্টি ভর্তি ট্রাক্টরের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকালে কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলার কাছে এ ঘটনা ঘটে।
নিহত মিনাল হোসেন (২৬) উপজেলার সদাবরি গ্রামের আফতাব হোসেনের ছেলে। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এছাড়া নিহত মিনাল কার্পাসডাঙ্গা এলাকায় মিমপেক্স এগ্রোক্যামিকেলস লি. কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মিনাল মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মাটিভর্তি দ্রুতগামী একটি ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড