মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মো. হালিম শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২১ জুন) ভোররাত সাড়ে ৩টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হালিম শেখ পাবনা জেলার সদর থানার চর তারাপুর ইউনিয়নের কোলচরি এলাকার মৃত রহিম শেখের ছেলে।
আরও পড়ুন: ফাঁসির দন্ডপ্রাপ্ত ৩ আসামির ছদ্মবেশে ১৪ বছর ভিক্ষবৃত্তি!
ইয়াবাসহ আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড