মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে ঝোপের পাশ থেকে সদ্য ভূমিষ্ঠ এক ফুটফুটে কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির মুখ ক্ষতবিক্ষত রক্তাক্ত ছিল। সোমবার (২০ জুন) পৌরসভার বরাত নগর এলাকায় একটি ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালের দিকে ঝোপ থেকে নবজাতকটির কান্নার আওয়াজ শুনতে পান এক ব্যক্তি। পরে আশপাশের লোকজনসহ এগিয়ে গিয়ে দেখতে পান একটি কাপড়ে মুখে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নবজাতকটি কাঁদছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, সকালের দিকে একটি কন্যা নবজাতককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, সকালের দিকে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড