সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ শে জুন) দিবাগত রাতের যেকোনো সময় তারাবো পৌরসভার বরপা এলাকার দর্পণ গার্মেন্টসের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয় বলে জানা যায়।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে বেঙ্গল সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো-ট ১৮-০২২৪) ধাক্কায় এক পথচারী নিহত হয়। নিহত পথচারী হলেন, উপজেলার পূর্বকালাদি এলাকার সুলতান মিয়ার ছেলে কারিমুল্লাহ (২৫)।
এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক আরিফ ও হেলপার আল-আমিনকে জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ভালো নেই বানভাসি মানুষ
এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই ফারুক জানান, পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড