মিজানুর রহমান, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে বিক্ষোভ মিছিল করেছে রোহিঙ্গারা। রবিবার (১৯ জুন) সকালে টেকনাফের হ্নীলা জাদিমুড়া শালবাগানের রোহিঙ্গা ক্যাম্পে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ক্যাম্প লিডার জাফর আলম, বদরুল ইসলাম, হেড মাঝি কামাল উদ্দীনসহ আরও অনেকেই। এ সময় টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত অধিকাংশ রোহিঙ্গারা অংশগ্রহণ করেন বলে দাবি রোহিঙ্গা নেতাদের।
রোহিঙ্গা নেতা ক্যাম্প লিডার জাফর দৈনিক অধিকারকে বলেন, আমরা বিক্ষোভ মিছিলে দাবি করেছি, বাংলাদেশ আমাদের জন্ম ভূমি নয়, তাই বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাদের মিয়ানমার সরকারকে মিয়ানমারে ফিরে নিতে হবে। সে দেশে ফেরত নিয়ে অন্যান্য জাতিগুলোর মত আমাদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিতে হবে। মিয়ানমার সরকারকে আমাদের রোহিঙ্গা বলে স্বীকার করে মিয়ানমারের নাগরিকত্ব দিতে হবে। ১৩৫ প্রকারের মিয়ানমার নাগরিকদের মত শিক্ষা, সরকারি চাকরি ও চিকিৎসা এবং ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে সমঅধিকার দিতে হবে।
এদিকে, স্থানীয় কয়েকজন সচেতন মহল বলেছে, আমরাও চাই রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন করে সে দেশে পাঠিয়ে দেয়া হোক। কারণ যাদের আমরা মানবতা দেখিয়ে আশ্রয় দিয়েছিলাম। তারা এখন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। নিজেরা নেজেদের মধ্যে মাদক খুন, গুম, অপহরণ ও অস্ত্রবাজিতে মেতে উঠেছে। রোহিঙ্গা ক্যাম্প হতে প্রতিনিয়ত দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনী দেশী-বিদেশি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। যার কারণে স্থানীয়দের মাঝে সব সময় আতঙ্ক বিরাজ করছে। অন্তত সে আতঙ্ক থেকে মুক্তি দিতে আমরা তাদের প্রত্যাবাসনের জোর দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণ, এসএসসি পরীক্ষার্থী আটক
এ বিষয়ে অতিরিক্ত রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা জানান, রোহিঙ্গারা আমাদের বলেছিল, তাদের নিজ দেশ মিয়ানমারের ফিরে যাওয়ার দাবিতে ছোট আকারে ক্যাম্পে দাড়িয়ে প্লেকার্ড প্রদর্শনসহ মিছিল করবে মনে হয় তা করেছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড