আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরের কাপাসিয়ায় দুই সন্তানসহ শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। এ সময় বড় মেয়ে তাহমিনাকে একটি মাছ ধরার জেলেরা উদ্ধার করলেও মা ও ছোট মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। রবিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার সিংহশ্রী এলাকার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আরিফা (৪০) কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বিবাদিয়া গ্রামের প্রয়াত মুহাম্মদ আলীর মেয়ে এবং প্রয়াত আব্দুল মালেকের স্ত্রী। নিখোঁজ মুর্শিদা (৭) এবং উদ্ধার হওয়া তাহমিনা (৯) প্রয়াত আব্দুল মালেকের মেয়ে। তারা স্থানীয় বিবাদিয়া কিন্ডারগার্টেনের নার্সারি ও প্রথম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ আরিফার ভাই মোজাম্মেল মিস্ত্রি জানান, আজ সকালে নাস্তার পর আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে শুনতে পান তার বোন নদীতে ঝাঁপ দিয়েছে।
তিনি আরও জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন। কিছুদিন ভালো থাকে তারপর আবারও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
সিংহশ্রী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া তাহমিনাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের উদ্ধার কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ১
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ সুবেদ আলী খা জানান, নিখোঁজ মা ও মেয়েকে উদ্ধারের জন্য টঙ্গী হতে একটি ডুবুরি দল এসে পৌঁছেছে। দ্রুতই উদ্ধার কাজ শুরু হবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড