শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৫) নামে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ জুন) ভোরে সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এতে বজ্রপাতে দিনার আলীর বুকের অংশ থেকে শরীরের নিচের পুরো অংশ ঝলসে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় নিহত দিনার আলী বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলী বাড়ীর বীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর ছোট ছেলে।
নিহত দিনার আলীর চাচাত ভাই জসিম উদ্দিন মনছুরি দৈনিক অধিকার কে বলেন, ভোরে দিনার আলী সহ তারা একসাথে পাঁচজন বঙ্গোপসাগরে মাছ ধরতে রওয়ানা দেয়। এতে হঠাৎ বজ্রপাতে দিনার আলী ঘটনাস্থলে নিহত হয়। দিনার আলী ওই ট্রলারের মাঝি ছিলেন। এ ঘটনায় অন্যদের তেমন কোন ক্ষতি হয়নি। এতে দিনার আলীর শরীরের অর্ধাংশ ঝলসে যায়। ঘটনাস্থল থেকে অন্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
দিনার আলী একজন মৎস্য আহরণকারী জেলে। জীবন জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে জাল নিয়ে মাছ ধরতে যান। এ যাত্রায় তাকে আর জীবিত ফিরে আসতে হলো না। মৃত্যুকালে তার তিন মাসের একটা কন্যাসন্তান রয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড