সাজ্জাদুল আলম শাওন, দেওয়ানগঞ্জ, জামালপুর
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্য নদ-নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ।
যমুনার পানি বৃদ্ধির কারণে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চলের পাট, সবজিসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।
এ দিকে শুক্রবার (১৭ জুন) পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মণ্ডল বাজার এলাকায় সড়কের ২০ মিটার ভেঙে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার হচ্ছে মানুষ।
এতে দুর্ভোগ পোহাচ্ছেন জেলার প্রায় ২০ হাজার মানুষ।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড