নাসিম আজাদ, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামে একটি নির্মাণাধীন আটতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসান (৩৫) নামে এক বৈদ্যুতিক অপারেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল গাইবান্ধা জেলার আ. আজিজের ছেলে।
এলাকাবাসী জানান, নির্মাণাধীন বিছমিল্লাহ টাওয়ারে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সোহেল আহত হলে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে পলাশ থানার এসআই সাইদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সোহেল হাসান বৈদ্যুতিক অপারেটর হিসেবে কাজ করতো। ময়নাতদন্তের ভিত্তিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড