আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স শনিবার জেলার জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আয়োজনে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলামের সভাপতিত্বে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম।
সম্মেলনে সমন জারি, গ্রেফতারি ও ক্রোক পরোয়না জারি, সাক্ষী উপস্থিতকরণ, আদালত চত্বরে নিরাপত্তা ও বিচারকের নিরাপত্তা, সময়মত মেডিক্যাল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ডি.এন.এ রিপোর্ট প্রাপ্তি, মামলা দ্রুত নিষ্পত্তি জব্দকৃত আলামত নিষ্পতি, পুলিশ রিমান্ড ও ৫৪ ধারা গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা ও অন্যান্য আবশ্যকীয় বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভা শেষে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত সমূহকে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ক্রাইম (উত্তর) জাকির হাসান, উপ-কমিশনার ক্রাইম (দক্ষিন) মোহাম্মদ ইলতুৎমিশ, পিবিআই এর পুলিশ সুপার মোঃ মাকছুদের রহমান, সি.আই.ডি. পুলিশ মোঃ রিয়াজুল হকসহ মেটোপলিটন পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের প্রতিনিধিবৃন্দ, গাজীপুর জেলার পি.পি, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিচারকবৃন্দসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্মেলনে উপস্থিত কর্মকর্তাগণ তাদের স্ব-স্ব অধিক্ষেত্রে দায়িত্ব পালনে যেসকল বাধার সম্মুখীন হন তা উল্লেখ করেন এবং তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড