রাকিব হাসনাত, পাবনা
পাবনার আটঘরিয়া উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম শান্ত (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা গুরুতর।
শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরাণীর ঢালে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম শান্ত আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামের সাইফুল্লাহ ইসলাম রতন আলীর ছেলে এবং সরকারি এডওয়ার্ড কলেজের বিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, একই গ্রামের ইসমাইলের ছেলে আমিরুল ইসলাম (২৩), গোকুল নগরের আশরাফ আলীর ছেলে জোহা (২৪)।
বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, তিন বন্ধু করোনাভাইরাসের টিকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মৌসুমি ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু আহত হোন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শান্তকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার মাথায় আঘাত লেগেছে, পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড