মোস্তাকিম আল রাব্বি সাকিব, মনিরামপুর, যশোর
যশোরের মণিরামপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই শিক্ষার্থী নিজেই। মামলায় আসামি করা হয়েছে একই উপজেলার সমসকাটি গ্রামের শংকর মল্লিকের ছেলে দুর্জয় মল্লিককে।
অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরিন সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, স্কুলে যাতায়াতের সময় প্রায় উত্ত্যক্ত করতেন দুর্জয়। বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিতেন। তাতে রাজি না হওয়ায় ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন। গত ১০ ফেব্রুয়ারি স্কুল থেকে ফেরার পথে জোরপূর্বক তাকে ধরে নিয়ে দুর্জয়ের এক বন্ধুর বাড়ি নিয়ে ধর্ষণ করেন।
এরপর বিষয়টি জানাজানি হওয়ার ভয় ও বিয়ের প্রলোভন দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। এরমধ্যে ওই ছাত্রীর গর্ভে সন্তান আসে।
সর্বশেষ, গত ৭ জুন দুর্জয় এসব বিষয় অস্বীকার করে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এ কারণে ওই ছাত্রী বাধ্য হয়ে আদালতে মামলা করেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড