শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিপন মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। শিপন ওই এলাকার আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭টার দিকে সে বাড়ির পাশে পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরে বাড়িতে ফিরে আসে। এরপর বাড়িতে এসে তার পড়নের ভেজা জামা-কাপড় পরিবর্তন করার জন্য ঘরে ঢুকে। কিন্তু আগে থেকেই ঘরের ভেতরে পাহাড়ি ঢলের পানি হাটু পর্যন্ত উঠেছিল এবং একটি বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের পুরো পানি বিদ্যুতায়িত হয়।
শিপন না বুঝে ঘরে ঢুকার সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়। এরপর পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুরতের লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীকালে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড