রাকিব হাসনাত, পাবনা
পাবনার ঈশ্বরদীস্থ দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) আনোয়ার হোসেন (৩১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে প্রকল্পে কাজ করার সময় বুকের ওপর ডিবি বক্স পরে গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত শ্রমিক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহির চর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মৃত খান্নু সরদারের ছেলে। তিনি প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের স্কিম কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহত আনোয়ার হোসেন ১০ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আতিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো প্রকল্পের ভেতরে কাজ করতে ছিলেন আনোয়ার। কাজ করার সময় অসাবধানতাবশত তার বুকের উপর একটি ডিবি বক্স পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : আগুনে পুড়ছে পোশাক কারখানা, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে শুক্রবার (১৭ জুন) সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড