আনোয়ার পারভেজ, নাটোর
নাটোরের বড়াইগ্রামে অবৈধ অস্ত্র সংরক্ষণসহ নিজ হেফাজতে রাখার মামলায় মশিউর রহমান নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল নন্দীপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমানের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মশিউরের বাড়ির ছাদে লুকানো অবস্থায় একটি লোহার তৈরি শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার সহ মশিউরকে গ্রেফতার করা হয়। পরে মশিউরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও নিজ হেফাজতে রাখার দায়ে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড