মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চোরাই তেলসহ মো. আরাফাত হোসাইন বাবুল (৩৩) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
এ সময় তার কাছ থেকে এক হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেল এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে একইদিন দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তি চোরাই তেল চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জ্বালানি তেল ডিজেল সংগ্রহ করে বেচাকেনা করে আসছিল। আটককৃত যুবক গোদনাইল এলাকার মৃত আ. জাব্বারের ছেলে।
আরও পড়ুন : বিপুল পরিমাণ আইস-ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার
উল্লেখ্য, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড