রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা রহিমা বেগম (৩৬) ও ছেলে রিফাত মিয়া (১২) নামে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম একই গ্রামের রফিকুল ইসলাম বাবু মিয়ার স্ত্রী। তাদের ছেলে নিহত রিফাত স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, রিফাত বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এক পর্যায়ে গরুটি পল্লী বিদ্যুতের পোলের টানার সাথে জড়িয়ে পড়ে। এ সময় রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মা রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে কিছু সময় পর তারা ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড