জাহিরুল মিলন, শার্শা, যশোর
যশোরের বেনাপোলের ভারত সীমান্তে অভিযান চালিয়ে ৫৪০ গ্রাম হেরোইন এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ জুন) বেনাপোল ঘিবা থেকে অভিযান চালিয়ে এসব হেরোইন জব্দসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত মাদক দ্রব্যের সিজার মূল্য ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময়ে ওই মাদক উক্ত কারবারির কাছে থাকা একটি গরুও জব্দ করেছেন বিজিবি সদস্যরা।
মাদকসহ আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল ৪নং ঘিবা গ্রামের মৃত আরশাদ আলী মন্ডলের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বৃহস্পতিবার বিজিবির একটি টহল দল দেখতে পায় ঘিবা সীমান্তের ২৩ নম্বর পিলারের কাছে জাহাঙ্গীর একটি গরু নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তখন বিজিবি সদস্যরা জাহাঙ্গীরের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। কিছু সময় পরে বিজিবি সদস্যরা দেখতে পান ভারত সীমান্ত থেকে একজন চোরাকারবারি তার কাছে একটা প্যাকেট দিয়ে চলে যায়।
তিনি আরও জানান, এর কিছু সময় পরে গরু নিয়ে জাহাঙ্গীর সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে তল্লাশি করে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড