মিজানুর রহমান, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে দুইজন পাচারকারীসহ চার কেজি তিনশ পনের গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা- উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বশের ছেলে আব্দুর রহমান (৩০) ও মৌলভীবাজার গ্রামের আবদুস সালামের পুত্র মোহাম্মদ নুর (২৫)।
গত বৃহস্পতিবার (১৬ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বুধবার (১৫ জুন) দিনগত রাতে গোপন সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি'র একটি টহলদল তাৎক্ষনিকভাবে হ্নীলা বিওপি'র বিআরএম-১৩ থেকে আনুমানিক ১.৫ কি.মি. উত্তরে এমজি ব্যাংকার এলাকায় অভিযান পরিচালনা করে। মূলত এ সময় মাদকসহ তাদের আটক করা হয়।
আরও পড়ুন : ৩৭৫০ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার
উল্লেখ্য, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটগুলোকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড