শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের নকলায় বজ্রপাতে শওকত আলী (৩৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহায়কের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে পৌরসভার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুরে পানি বৃদ্ধি শুরু হয়। তাই শওকত আলী ও তার ছোট ভাইকে নিয়ে বৃষ্টির মধ্যে ওই পুকুরের পার মেরামতের করতে থাকে। এ সময় হঠাৎ শওকত আলীর ওপর বজ্রপাত এসে পড়ে। পরে ছোট ভাই ও আশপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মেহেদী হাসান বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে দুই ভাইকে হারালাম। বড় ভাইয়ের চল্লিশার বাজার সদাই ও খাঁসি কিনে রেখেছিলাম। শুক্রবার (১৭ জুন) অনুষ্ঠান ও মিলাদ মাহফিল করার জন্য সকল প্রস্তুতি শেষ করেছিলাম, এখন বজ্রপাতে এই ভাইকেও হারালাম।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড