সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান কলেজের তানভীর ইমাম হল পুড়ে গেছে। পুড়ে গেছে হলের শিক্ষার্থীদের বই খাতা, কাপড় চোপড়, টাকা পয়সাসহ ও সকল সামগ্রী।
বুধবার (১৫ জুন) বিকালে হলের ১০২ নম্বর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় ওই কক্ষে ছাত্ররা ছিল না। কক্ষটি তালাবন্ধ ছিল। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিকাল সাড়ে ৫ টার দিকে তানভীর ইমাম হলের ১০২ নম্বর কক্ষে আগুন লাগে। এর পর আগুন দ্রুত পার্শ্ববর্তী আরও ৪টি রুমে ছড়িয়ে পড়ে।
১০২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মো. নাসিম জানান, ওই হলের ৫টি কক্ষের সকল শিক্ষার্থীর সব কিছু পুড়ে গেছে। কোনো কিছুই তারা বের করতে পারেনি। এতে তাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, তাদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লেগে তানভীর ইমাম হলটি পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ টাকারও বেশি।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড