এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মামুন। মঙ্গলবার (১৪ জুন) বোয়ালখালী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন অফিশিয়াল ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বোয়ালখালীতে যোগদানের পূর্বে মোহাম্মদ মামুন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
আরও জানা গেছে, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বদলি হওয়ার চলতি বছরের গত (৭ ফেব্রুয়ারি) হতে প্রায় ৫ মাস বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের যোগদানের পর বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আলম, বোয়ালখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বোয়ালখালী উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনকে ফুল দিয়ে বরণ করেছেন।
বোয়ালখালীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বোয়ালখালীতে দায়িত্ব পালন কালে উপজেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড