সারাদেশ ডেস্ক
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সদ্য সমাপ্ত নির্বাচনে এরই মধ্যে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। যদিও এ ফলটিকে ইতোমধ্যে প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির বহিষ্কৃত ও গত দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু।
বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯টায় ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এর আগে একইদিন রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী।
তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।
আরও পড়ুন : কুমিল্লায় নির্বাচন কমিশন ব্যর্থ : ফখরুল
সদ্য সমাপ্ত নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে সিটি করপোরেশনটির ১০৫টি কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন : কুমিল্লার নতুন মেয়র নৌকার রিফাত
উল্লেখ্য, কুসিক নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ছিলেন। এর মধ্যে এক লাখ ৩৫ হাজার ৬৪টি ভোট পড়ে। আর বাতিল হয় ৩১৯ ভোট। এছাড়া মোট ভোট পড়েছে ৫৮ দশমিক ৭৪ শতাংশ।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড