শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে সরল ও গন্ডামারা ইউনিয়নে অনিয়ম-সহিংসতার খবর পাওয়া গেলেও বড় কোনো দুর্ঘটনা ছাড়াই অন্যান্য ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ১৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।
এদিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। বাঁশখালীতে সরকারদলীয় নৌকা প্রতীকে ৭ এবং স্বতন্ত্র ৬ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী ও শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন।
আরও পড়ুন: বিশ্বনবীকে নিয়ে কটূক্তিকারীর বাড়ি ঘেরাও করে পুলিশে সোপর্দ
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- পুকুরিয়া ইউনিয়নে আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নে সালাহ উদ্দিন কামাল, গণ্ডামারা ইউনিয়নে লেয়াকত আলী, ছনুয়া ইউনিয়নে হারুন অর রশিদ, পুঁইছড়ি ইউনিয়নে তারেক রহমান ও শেখেরখীল ইউনিয়নে মাওলানা মোরশেদ ফারুকী।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড