সারাদেশ ডেস্ক
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও সামিউল বাসির (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৮ নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়ির পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো—ওই বাড়ির আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ ও সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির। তারা দুইজনই স্থানীয় একটি মাদরাসার ২য় জামাতের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়ার পর ঘরে ছিলো ইমতিয়াজ ও সামিউল। বিকেলে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে বের হয় তারা। সাড়ে ৫টার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।
নিহতদের চাচা অ্যাডভোকেট আবদুল আলিম বলেন, ঘরের পার্শ্ববর্তী পুকুর পাড়ে তাদের দুইজনের জুতা পড়ে থাকতে দেখা যায়। তারা পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে পুকুরে নেমে তাদের খোঁজার এক পর্যায়ে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড