পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জে ডোবা থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) নবাবগঞ্জ থানার কুশদহ ইউনিয়নের মাহালিপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামে একজন মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার মাহালীপাড়া গ্রামের মো. আমিনুল ইসলামের বাড়ির দক্ষিণ পার্শ্বে স্বপ্নপুরী হতে কচুয়া বাজার গামী পাকা রাস্তা সংলগ্ন পশ্চিম পাশের ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) মারা যায়। তিনি একই থানার খালিপপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। এছাড়া ভাইলকা দাখিল মাদরাসার একজন শিক্ষক ছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে হতাহত ৭
সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড