সুমন খান, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহারি হোসেন।
বুধবার (১৫ জুন) সকালে লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন নিজ বাসভবনে তথ্য পূরণের মাধ্যমে এবারের জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, দেশের জনসংখ্যাসহ দেশের মানুষের সামাজিক ও আর্থিক অবস্থার স্থিতি সম্পর্কে বেশ ভাল একটা ধারণা পেতেই এ শুমারি।
গণনাকারীদের উদ্দেশ্যে এমপি আরও বলেন,দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে এর গুরুত্ব অপরিসীম। এ শুমারিতে গণনা থেকে কারো হিসাব যেন এড়িয়ে না যায়,সকলকে সেদিকে দৃষ্টি দিতে হবে। জন সচেতনতায় প্রচার প্রচারণা বাড়াতে হবে।
উপজেলার বড়খাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গণনাকারী আয়শা সিদ্দিকা মোতাহার হোসেন এমপি’র গননা কার্যক্রম ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করেন।
উপজেলায় ৫৭৪ জন গণনাকারী, ৯৬ জন সুপারভাইজার,৬ জন জোনাল অফিসার ২ জন আইটি সার্পোট টিমের সদস্য এ শুমারি কার্যক্রমে সংযুক্ত রয়েছেন।
এসময় উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মন, জোনাল অফিসার দয়াল চন্দ্র বর্মণ, সুপারভাইজার কামরুল হাসান ও গণনাকারী আয়শা সিদ্দিকা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মণ বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল এবং বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মতো দেশে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম শুরু হয়েছে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড