মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
বুধবার (১৫ জুন) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৩৪০ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১৫৫ জন শিশুকে নীল রঙের ও ১১ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩৪ হাজার ১শ ৮৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ২৪২টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন, ডা. রিজওয়ান সিদ্দিকী, ডা. শেখ সাদী, ডা. সজিব নাথ, ডা. প্রবাল চৌধুরী, ডা. ফারজানা কালাম, ডা. মুন্নী পারভীন, ডা. অতন্দ্রীলা, ডা. দিপেন দেবনাথ, পরিসংখ্যানবিদ পিযুষ চক্রবর্তী, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) আখতারুজ্জামান রবিউল প্রমুখ।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড