মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন) সকাল ৯টায় গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল সংলগ্ন বড় পুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে গোদনাইল এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- পুকুরের পাশে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের দুই হাত ও দুই পায়ে কাঁদামাখা। তার গায়ে আর কোথাও আঘাতে চিহ্ন নেই। এটি স্বাভাবিক মৃত্যু, না হত্যা এখনো কিছুই বলতে পারছে না পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করি। এখন ফিংগার প্রিন্ট নেওয়ার কাজ চলছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না স্বাভাবিক মৃত্যু।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড