তানভীর আহমেদ হীরা, জামালপুর
জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।
জানা গেছে, ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া এবং দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩২ জন, সাধারণ সদস্য পদে ২৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করছেন। সাতটি ইউনিয়নের ৩৮০টি বুথে ১ লাখ ১৫ হাজার ৪৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
এর মধ্যে নারী ভোটার ৫৬ হাজার ৮০২ জন এবং পুরুষ ভোটার ৫৮ হাজার ৮০২ জন। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড