সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনি ও উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নিবাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ইভিএমে দুইটি ইউনিয়নের ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দুই ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী ছাড়াও আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৭৫ জন ও নারী সদস্য পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ কার্যক্রম, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় ভোটাররা নানান বিড়ম্বনার স্বীকার হচ্ছেন। দুটি ইউনিয়নে প্রায় পঞ্চাশ হাজার ভোটার ভোট প্রদান করবেন।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড