শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীর ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৫ জুন) সকালে দেশের বিভিন্ন স্থানের ন্যায় বাঁশখালীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সরল ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডে আল মাদরাসাতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম বালক-বালিকা মাদরাসায় নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর এজেন্ট ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ উঠেছে খোদ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে।
সরল ২নম্বর ওয়ার্ডের আদর্শ নুরানী এবতেদায়ী মাদরাসা ও হেফজখানা কেন্দ্রে গিয়ে দেখা যায়, নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরী নিজেই অন্য প্রার্থীর এজেন্টদের পিটিয়ে বের করে দিচ্ছেন। অপরদিকে ৬ নম্বর ওয়ার্ডে মিনজিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের বাধা দিচ্ছে নৌকার সমর্থকরা।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী বলেন, 'সরলের ১ ও ২ নম্বর ওয়ার্ডে আমার এজেন্টদের বের করে দিয়েছে। প্রিজাইডিং অফিসারকে এ বিষয়ে বললে বিষয়টি দেখছি বলে ফোন কেটে দিচ্ছেন। প্রশাসনের কেউ আমাদের কথা শুনছে না। প্রশাসন ওদের। কেন্দ্রে লাঠিয়াল বাহিনী থাকার বিষয়টি প্রশাসনকে অবগত করা হলেও ব্যবস্থা নেয়নি। এখনো নৌকার প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট ঢুকতে দেয়নি। শুধুমাত্র নৌকার ভোট নিয়ে বাকি মেম্বারদের ভোট দিতে দিচ্ছে। এ যেন প্রকাশ্যে ভোট ডাকাতি।’
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দীন কাদের মানিক বলেন, ‘সরল ১, ২, ও ৩ নং ওয়ার্ডে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের সকল এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানার জন্য ১ নম্বর ওয়ার্ডের আল মাদরাসাতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম বালক-বালিকা মাদারাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শাকিফ ইসমাম চৌধুরীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
সরলে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতিশ দর্শী চাকমাকে ফোন দিয়েও পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাঁশখালীর সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরী স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর চাচা।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড