কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ৫ রেলওয়ে শ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের ওপরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কর্মরত রেলওয়ে কর্মীরা।
মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টার দিকে রেলওয়ে শ্রমিক নেতাকর্মীরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় রেলওয়ের ৫ শ্রমিককে আবার পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা।
এর আগে গত ৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লালব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিল ৩৫ জন রেল শ্রমিক। এ সময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লালব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকরা কেউ নিচে পানিতে লাফ দেয়, কেউ ট্রেনে ঝাপিয়ে পড়ে। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে বেধড়ক মারধর করে শ্রমিকরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখে চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় ৮ ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। একইসাথে ট্রেন চালক মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের ৫ শ্রমিককে।
আরও পড়ুন: ছাড়পত্র আনা হল না বিআরডিবি কর্মকর্তার
আন্দোলনে অংশ নেওয়া রেলওয়ে শ্রমিক নেতারা জানান, রেল লাইনের সংস্কার কাজ করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। ওই ৫ শ্রমিককে আবার পুনর্বহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হতে হবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড