মো. মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর ত্রিমোহিনী মোড়ে ট্রাক ও ভ্যান সংঘর্ষে বিআরডিবি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন (৫৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর পৌর শহরের শহীদ দৌলত বিশ্বাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কেশবপুর থেকে মাদারীপুর জেলায় বদলির ছাড়পত্র আনার জন্য যশোরের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. আশরাফ উদ্দিন ডুমুরিয়া গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে। তিনি কেশবপুর বিআরডিবি অফিসে চাকরি করতেন। তার মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: অস্ত্রসহ গণধর্ষণ মামলার আসামি র্যাবের জালে
জানা গেছে, যশোর-সাতক্ষীরা সড়কে যশোর দিক আসা (সাতক্ষীরা-ট ১১-০৫৫০) নাম্বারের বালু বোঝায় ট্রাক হাসপাতাল রোড থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মো. আশরাফ উদ্দিন (৫৭) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত ভ্যন চালককে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড