তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)
ফুলতলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই শতাধিক কার্টুন নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ এবং মিকচার মেশিন জব্দ করেছে।
সোমবার (১৩ জুন) দুপুরে উত্তরডিহি গ্রামের হাসান মোল্যা (৪০)এর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে নিষিদ্ধ ট্যাবলেট ও সিরাপ বিক্রি এবং মজুদের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন ফুলতলার উত্তরডিহি গ্রামের জাকির মোল্যার পুত্র হাসান মোল্যার বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ এ্যাপেক্স, ভিগান, ইউনি মেডিসিন, জেনসাসহ বিভিন্ন কোম্পানির দুই শতাধিক কার্টুন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা।
এ ছাড়া ওই বাড়ি থেকে সিরাপ তৈরির মিকচার মেশিনও উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ওই ট্যাবলেট ও সিরাপের কার্টুনগুলো উপজেলা চত্বরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে কৃষি কর্মকর্তা মো. নাজমুস সাকিব শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্যানটারী ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, গুদাম কর্মকর্তা পল্লব ঘোষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন জানান, ফুলতলায় কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী সুকৌশলে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ সংবাদ পেয়ে অভিযান শুরু করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড