কাজী শাহরিয়ার রুবেল, বরগুনা
বরগুনার পাথরঘাটায় তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।
সোমবার (১৩ জুন) রাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন জানায়, চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া এলাকার রাস্তায় পরিত্যক্ত একটি ব্যাগে সন্দেহভাজন কিছু আছে এমন খবর আসে। গোপন সংবাদের সূত্র অনুসারে তল্লাশি করে কোস্টগার্ড। এ সময় পরিত্যক্ত একটি ব্যাগে হরিণের তিনটি চামড়া উদ্বার করা হয়। হরিণের চামড়া পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: পানিবন্দী ৫০ হাজার মানুষ
কোস্টগার্ড আরোও জানান, জব্দকৃত হরিণের চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড