আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে মো. জাহেদুল আলম নামে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। রোববার (১২ জুন) দুপুরে এ বিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গত শুক্রবার (১০ জুন) উপজেলার চিকনদন্ডী খন্দকিয়া ইউনুচ নগর মোনাফ কাজী জামে মসজিদ থেকে চুরির ঘটনা ঘটেছে। জাহেদুল আলম চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকায় কাজ করেন।
জাহেদ জানায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখে তার নীল রংয়ের বাজাজ পালসার যার রেজিঃ নং- চট্টমেট্রো ল ১২-৫১১৫, চেসিস নং- MD2A11CZ7CD -51439, ইঞ্জিন নং- DHZCCD-70049 যথা স্থানে নেই। অনেক খুঁজাখুঁজি করেও তার মোটরসাইকেল না পেয়ে গত রোববার দুপুরে এ বিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদ
সত্যতা নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বলে দেয়া হয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড