এস. এম. মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা গ্যাস, তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির দুই গ্রুপ।
সোমবার (১৩ জুন) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিকালে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে কার্যালয় আসে বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন পাঠান ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খান রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, যুবদল নেতা মো. সাইমুজ্জামান পাঠান সমর, রিপন তালুকদার, খোরশেদ আলম উজ্জ্বল, সাইফুর রহমান সেলিম, মফিজুল ইসলাম মণ্ডল ও অলি উল্লাহ খানসহ অনেকেই।
এদিকে, দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে বিএনপির কার্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করে উপজেলা ও পৌর বিএনপি। ওই মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বাসস্ট্যান্ড হয়ে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খালেদুজ্জামান তালুকদার হুমায়ুন সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সালাহ্ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ও সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব হাতেম খানসহ অনেকেই। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দল বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড