মো. নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়ায় লেগুনা-পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক মো. নোমান (২০) নিহত হয়েছেন। এ সময় লেগুনার তিন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মো. শাহাব উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনা সড়কের পাশে খাদে উল্টে গিয়ে চালক ঘটনাস্থলে নিহত হয়।
আরও পড়ুন: মাদরাসার ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার
চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. মোরশেদ আলম ভুইয়া বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত লেগুনার চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড