এস. এম. মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী ভালুকা সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে সাতদিন ব্যাপী নানা আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়।
ভালুকা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক মোস্তফা এম. এ মতিন এর কবর জিয়ারত, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন ভালুকা সরকারি কলেজের কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা সরকারি কলেজের প্রতিষ্ঠাতার মেয়ে ও উদ্বোধক অতিথি ময়মনসিংহ ৩২৬ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোল্লা জালাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. মেজবাহ্ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানসহ অনেকেই।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১৩ জুন ভালুকা সরকারি কলেজটি স্থাপিত হয়। এ কলেজের জমি দাতা মরহুম ডা. আব্দুল খালেক ও মরহুম আমির আলী শেখ।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড